আশাশুনি ডেস্ক : জেলা পরিষদের আওতাধীন আশাশুনি মাদার দিঘি পুকুরে বিভিন্ন প্রজাতির সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে মাদার দিঘি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান। এ সময় তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশাশুনির সন্তান আমার যতটুকু ক্ষমতা আছে, আমি আমার নির্বাচনী এলাকার উন্ননের জন্য আপ্রাণ কাজ করে যাওয়ার চেষ্টা করে যাব। তিনি আরও বলেন মাদার দিঘির চত্বরে সরকারী জায়গায় বর্ষা মৌসুমে জানাজার নামাজ পড়ার অনুপোযোগী হওয়ায় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সার্ভেয়ার দিয়ে মাপজরিপ করার পর চারি ধারে প্রাচীরের ব্যবস্থা করার অঙ্গিকার করেন। মাছের পোনা অনুষ্ঠানে আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজল মাহমুদ তুহিন, পরিচালক পাথেয় শিক্ষিক পারভীন সুলতানা লিপি, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মেহবুব হোসেন বাপী, ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুস সবুর, ছাত্রলীগ নেতা তৈবার, ব্যবসায়ী বুলবুল, ইদ্রিস আলী, শুকুর আলী, আব্দুল হাকিম,স্বপন রবিইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।