আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহদী হাসান তানভীরের নেতৃত্বে বুধহাটা বাজারে ইনসাফ মেডিসিন কর্নার ও মেসার্স জনসেবা ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ৩৭ ধারায় মেসার্স জনসেবা ফার্মেসীকে ৪ হাজার ৫০০ টাকা ও ইনসাফ মেডিসিন কর্নারকে একই ধারায় ৪০০০ টাকা জরিমানা করা হয়।