‘বাংলাদেশের জন্য সিনেমা বানিয়ে পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের কাছ থেকে ফিতরা হিসেবে কিছু হল পেয়েছি।’ দেশের সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ব্যয়বহুল ছবি ‘রাজনীতি’ নির্মাণ করে, প্রদর্শনের জন্য আশানুরূপ সিনেমা হল না পেয়ে এমন মন্তব্য করেন পরিচালক বুলবুল বিশ্বাস। ঢাকায় শুধু যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার ছাড়া আর কোনো হল পায়নি ছবিটি। ঢাকায় শাকিব-অপু অভিনীত ছবির চাহিদা থাকায় বাড়তি চাপ পড়ছে ব্লকবাস্টার সিনেমা হলের ওপর। তাই শুক্রবার থেকে আরো একটি শো বাড়িয়ে দিয়েছে হল কর্তৃপক্ষ। এখন থেকে দুই হলে চারটি করে শো চলবে। এর আগে দিনে তিনটি করে শো চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টারের কর্মচারী সুমন আকন্দ।
সুমন বলেন, ‘ঈদের দিন থেকেই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বেশি ছিল। প্রতিদিনই একদিন আগে সব টিকেট শেষ হয়ে যেত। অনেক দর্শক টিকেট না পেয়ে মন খারাপ করছে। যে কারণে হল কর্তৃপক্ষ আজ থেকে আরো একটি শো বাড়িয়ে দিয়েছে। আশা করি, এতে করে দর্শক আরো স্বচ্ছন্দে ছবিটি দেখতে পারবেন।’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, “আমি ব্লকবাস্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ঢাকায় কোনো হল না পেয়ে আমার অনেক মন খারাপ হয়েছিল। সারা দেশে সিনেমা হল পেয়েছি মাত্র ৪০টি। এবার কিছুটা শান্তি পেলাম। আমি বাংলাদেশের একটি ছবি বানিয়েছি, যেটা বিশ্বমানের। বাংলাদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস ছিল, ছবিটি যদি ঢাকার আরো কিছু সিনেমা হলে মুক্তি পেত, তাহলে বোঝা যেত কোন সিনেমায় দর্শক আগ্রহ দেখাচ্ছে। তবুও শান্তি ‘রাজনীতি’ ছবির জন্য বাড়তি শো চালাতে হচ্ছে।”
বুলবুল আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশের চলচ্চিত্র আরো সমৃদ্ধ হচ্ছে। যাঁরা সব সময় বলেন, আমাদের দেশে ভালো ছবি সম্ভব নয়, তাঁরা আমার ছবিটি দেখুন এবং প্লিজ আমাকে বলুন, কোন কারণে আমাদের ছবিটি পিছিয়ে। আপনার একটি মন্তব্য আমাদের দেশের চলচ্চিত্রের জন্য উপকার হতে পারে। ছবি না দেখে শুধু মন্তব্য দেশের জন্য ভালো কিছু হবে না।’
‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।