ফিচার

আলিপুর ইউনিয়নের সাবেক আমিরের স্ত্রীর মৃত্যুতে সদর উপজেলা জামায়াতের শোক

By daily satkhira

July 02, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদরের ৭নং আলিপুর ইউনিয়নের সাবেক আমীর এস এম আব্দুল্লাহর স্ত্রী নিলুফা ইয়াছমিন মিলি(৫০) এর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতের সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

বুধবার (২ জুলাই ) এক যৌথ শোকবাণীতে জামায়াত নেতৃদ্বয় বলেন, সাতক্ষীরা সদরের ৭নং আলিপুর ইউনিয়নের সাবেক আমীর এস এম আব্দুল্লাহর স্ত্রী এর মৃত্যুতে আমরা শোকাহত । মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করি। তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায় এবং তাদের সাবরে জালিম ধারণের তাওফিক কামনা করছি।

উল্লেখ্য, ২ জুলাই বুধবার ভোর ৫:৩০ মিনিটের দিকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যোহরের নামাজের পরে মরহুমের নিজ গ্রাম আলিপুর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।