ফিচার

শ্যামনগরে পরিবারের ৬জনকে অচেতন করে মালামাল লুট

By daily satkhira

July 02, 2025

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বসত ঘরে চেতনানাশক স্প্রে করে দুই বাড়ীর মালামাল লুট করেছে দূর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বাদঘাটা গ্রামে চিত্তরঞ্জন মন্ডল ও দেবীরঞ্জন মন্ডলের বাড়ীতে এঘটনা ঘটে।

এঘটনায় দুই পরিবারের ৬জন গুরুতর অসুস্থ্য অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এসময় দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে আলমারীতে রক্ষিত ৫ভরি স্বর্ণ ও নগদ লক্ষাধিক টাকা লুট করে।

গুরুতর অসুস্থ্যরা হলেন- বাদঘাটা গ্রামের দেবীরঞ্জন মন্ডল (৬৫), স্ত্রী শিখা রানী (৫০), বোন সুমিতা রানী মন্ডল(৪৫), মেয়ে শিউলী মন্ডল (৩০) এবং অপর পরিবারের চিত্তরঞ্জন মন্ডল(৬৭) ও স্ত্রী নীলিমা রানী মন্ডল (৫৫)।

পরিবারের বরাত দিয়ে মনোরঞ্জন মন্ডল জানান, গভীর রাতের কোন এক সময় সংঘবদ্ধ দূর্বৃত্তেরদল ঘরের ভিতরে চেতনানাশক স্প্রে করে। এসময় সবাই অচেতন হয়ে পড়ে। সকালের দিকে পড়শিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, অসুস্থ্য ৬ জনের মধ্যে ২জনের অবস্থা আশঙ্খাজনক।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা বলেন, আমি নিজে ঘটনার স্থল পরিদর্শন করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানানুগ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।##