ফিচার

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

By daily satkhira

July 03, 2025

নিজস্ব প্রতিনিধি : জলাবদ্ধতা নিরসনে শহরের ইটাগাছা বিল এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বৃহস্পতিবার জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম,৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী হামিদুর রহমান, ফারুক হোসেনসহ স্থানীয়রা।

পরিদর্শনকালে ইউএনও শোয়াইব আহমাদ স্থানীয়দের সাথে কথা বললে স্থানীয়রা অপরিকল্পিত মাছের ঘেরকে পানিবন্ধতার জন্য দায়ী করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘের মালিকদের সাথে কথা বলেন। তিনি ঘের মালিকরা দ্রুত সময়ের মধ্যে পানি সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ