ফিচার

ভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণ

By daily satkhira

July 03, 2025

প্রেস বিজ্ঞপ্তি : শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, সেক্রেটারী মাওলানা রোকনুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে।

তিনি আরো বলেন, আমাদের দলের নেতৃবৃন্দ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের দ্বারা রাষ্ট্রের এক পয়সাও দুর্নীতি কিংবা লুটপাট হয়নি।

জামায়াতে ইসলামী দায়িত্বকে জনগণের আমানত মনে করে। তাই জনগণ জামায়াতে ইসলামীর হাতে সমাজের দায়িত্ব দিলে জনগণকে তাদের প্রত্যাশিত ও বৈষম্যহীন একটি সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ।