ফিচার

কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব 

By daily satkhira

July 03, 2025

নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। সাদাকে সাদা বলতে হবে। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি এসময় আগামী ৮ তারিখ পর্যন্ত কোন বিশৃঙ্খলায় না  যাওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান। বৃহস্পতিবার (৩ জুলাই) সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন হোটেল টাইগার প্লাসের হল রুমে এনটিভির ২৩তম  প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, , “বাংলাদেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। তিনি এসময় এনটিভির চেয়ারম্যান জনাব মোসাদ্দেক আলীর সাথে তার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে শুভ জন্মদিন উৎসবে তিনি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মোঃ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির মোঃ নূরুল হুদা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহি,  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভি ও বাসসের প্রতিনিধি আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আল ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসির এম বেলাল হোসাইন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম,  নিউজ ২৪ টিভির মনিরুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক বৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ। বক্তারা এনটিভির জন্মদিনে সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।#