কলারোয়া

কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

By daily satkhira

July 11, 2025

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক হাসান আলী (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের পুত্র।

নিহতের শ্বশুর আজহার আলী জানান, জবেদ আলী আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার লাশ পাওয়া গেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।