নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা হাসিনাকে তাড়িয়েছি, চাঁদাবাজদের তাড়াতেও পিছপা হবো না।”
শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, “আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ এসব দাবির বিরোধিতা করছে। তারা চায় পুরনো বন্দোবস্ত ধরে রাখতে। তারা ভাবছিল ২-৩টি আসনের প্রলোভনে আমাদের কিনে নেবে। কিন্তু জুলাই বিপ্লবীদের কেনা যায় না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে ইনসাফের ভিত্তিতে গড়তে হবে। আমাদের শহীদদের রক্ত যেন বৃথা না যায়। সাতক্ষীরার মানুষও রক্ত দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। উপকূলীয় অঞ্চলের মর্যাদা রক্ষা করতে হবে।”
নাহিদ জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবাইকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, চিকিৎসক তাসনীম জারা ও জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। সভার সভাপতিত্ব করেন কামরুজ্জামান বুলু।
সভা শুরুর আগে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। পরে আমতলা মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। সভা শেষে বাগেরহাটের উদ্দেশে রওনা হন এনসিপির নেতারা।