ফিচার

সাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাইয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

By daily satkhira

July 13, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাইয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

জানা গেছে, সাতক্ষীরা সদরের কাটিয়ায় মৌজায় ১০১, এ খতিয়ান নং-১২৯৫, বিআর এস খতিয়ান নং ১২১০, জমা খারিজ খতিয়ান নং-২০০৯ এস এ দাগ ১৩০০. হাল বি.আর.এস ৬৯১ দাগের .০৮ একর জমির মধ্যে .০১০০ একর নিয়ে উত্তর কাটিয়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র খলিল উল্লাহ এবং নজিবুল্যাহ ও শফিউল্লার মধ্যে পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।

এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আদালত উক্ত সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করে শান্তি শৃংখলা বজায় রাখতে স্থিতিবস্থা জারি করেছেন। কিন্তু আদালতের সে নির্দেশ উপেক্ষা করে ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে দখল করতে জোরপূর্বক ওই সম্পত্তিতে ভবন নির্মান শুরু করে শফিউল্লাহ এবং নজিবুল্লাহ। এবিষয়ে সদর থানার এ এসআই বোরহান শেখ অভিযুক্ত নজিবুল্যাহ ও শফিউল্লারদের আদালতে নিষেধাজ্ঞা রয়েছে এভাবে আইন অমান্য করে কাজ করতে নিষেধ করেন। কিন্তু পুলিশের সে নির্দেশ অমান্য করে প্রভাব খাটিয়ে কাজ অব্যাহত রেখেছে। পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ বলছে তাদের কিছু করার নেই মর্মে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এবিষয়ে সদর থানার এ এসআই বোরহান শেখের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি তাদের জানিয়েছি। কিন্তু নজিবুল্যাহ ও শফিউল্লা আমার কথা মানতে রাজি হচ্ছে না। তারা আদালতের নির্দেশ অমান্য করে কাজ করে যাচ্ছে। আমি অবশ্যই ভুক্তভোগীর আইনজীবীকে আইনী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।

অভিযুক্ত শফিউল্লাহর ব্যবহৃত নাম্বারে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ##