ফিচার

চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- এড. আকবর আলী

By daily satkhira

July 13, 2025

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের ৩য় তলায় লাইব্রেরী রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক এড. মো: আকবর আলী।

সংগঠনের জেলা সদস্য সচিব এড. নুরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক এড. শহীদ হাসান, এড. এবিএম সেলিম, এড.শাহারিয়ার হাসিব, এড. জি এম ফিরোজ আহমেদ, এড. এবিএম ইমরান শাওন, এড. সিরাজুল ইসলাম-৫ সহ অন্যরা।

সভায় সবার সম্মতিক্রমে সদস্য ফরম সংগ্রহ, আগামী ১৪ জুলাই বিকাল ৪টায় সাতক্ষীরা বাইপাস সড়কে বৃক্ষরোপন কর্মসূচি এবং প্রতি সপ্তাহের বুধবার ২টার ৩১ দফার লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয়।

সভাপতি বলেন, আইনজীবীদের চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। #