কাজী জামাল উদ্দীন মামুন : না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার প্রবীণ সংস্কৃতিকর্মী ও সাংবাদিক মুফতি আব্দুর রহিম কচি(৬৫)।তিনি দখিণায়ন পত্রিকার সম্পাদক ছিলেন।তিনি একাধারে কবিতাকুঞ্জ, সপ্তর্ষি থিয়েটার ও সকাল নাট্যগোষ্ঠীরও প্রতিষ্ঠাতা সভাপতি।তার পিতার নাম মুফতি আবুদর রহমান। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সকলের প্রিয় এই মানুষটি আজ দুপুর ২:৩০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না•••রাজেউন)। তিনি খ্যাতিমান নাট্যকার, আবৃত্তিকারও ছিলেন। প্রতিভাবান এই মানুষটি প্রচারবিমুখ জীবন যাপন করেছেন। তিনি বিগত কিছুদিন যাবত বিভিন্ন রোগে অাক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
একজন সজ্জন, সৃজনশীল সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহজ সরল শান্তিপ্রিয় মানুষটির মুত্যুতে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার নামাজে জানাযা অগামিকাল(শনিবার) দুপুর ২টায় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।