ফিচার

শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত : ছাত্রদলের কবর জিয়ারত

By daily satkhira

July 18, 2025

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকার উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তার নিজ গ্রাম দেবহাটা উপজেলার আসকারপুরে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তাকে স্মরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ। সহযোদ্ধাকে রক্ষার চেষ্টায় তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মৃত্যুকে আলিঙ্গন করে। তার এ আত্মত্যাগ ছাত্ররাজনীতিতে এক অনন্য উদাহরণ হয়ে আছে।

শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা আসিফের বাড়িতে সমবেত হন। পরে সবাই একত্রে কবর জিয়ারতে অংশ নেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রন্টি, দেবহাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি **হযরত আলী টিপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম গাজী, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক সহ আরও অনেকেই।

ছাত্রদল নেতারা বলেন, “আসিফ হাসান শুধু সাতক্ষীরার নয়, সমগ্র ছাত্র আন্দোলনের গর্ব। তার রক্ত বৃথা যাবে না। শহীদ আসিফের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা।