ফিচার

গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল

By daily satkhira

July 18, 2025

নিজস্ব প্রতিনিধি : ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশে শেষে কালোব্যাজ ধারণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে মৌন মিছিলটি শেষ হয়। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, এই আন্দোলনের শহীদরা আমাদের গণতন্ত্রের পথ দেখিয়েছেন। আজও তাদের রক্ত আমাদের শক্তি জোগায়। জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান মনি, জেলা কৃষক দলের আহবায়ক মো.সালাউদ্দিন লিটন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা তাতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা জাসাসের আহবায়ক শেখ জিলুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু,সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা আবু বকর সিদ্দীকসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ, দমন-পীড়ন আর ভোটবিহীন শাসনের বিরুদ্ধে এই আন্দোলনের শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটি দায়—যা থেকে আমাদের নতুন আন্দোলনের শক্তি নিতে হবে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।