প্রেস বিজ্ঞপ্তি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহজাবীন হাসান অলিভা এ-প্লাস পেয়েছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে খুশি পরিবারের সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী।
অলিভা সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবু হাসান একজন চাকরিজীবী এবং মা মানোয়ারা পারভীন চামেলী একজন পেশাদার আইনজীবী। পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ ও আত্মপ্রত্যয়ী মানসিকতা তাঁকে এই সফলতায় পৌঁছাতে সাহায্য করেছে বলে জানানো হয়।
ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় অলিভা বলেন, “এই ফলাফলের জন্য আমি আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং আমার পাশে থাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার মা-বাবা সবসময় আমার জন্য পরিশ্রম করেছেন ও সাহস যুগিয়েছেন।”
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অলিভা বলেন, “আমি ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন।”
অলিভার সাফল্যে তাঁর স্কুলে আনন্দের জোয়ার বইছে। শিক্ষকরা জানান, অলিভা সবসময়ই পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাপূর্ণ ছিল। এমন ফলাফল তাঁর প্রাপ্য ছিল বলেই মত দেন তাঁরা।