ফিচার

ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু : অনুপস্থিত প্রধান শিক্ষক মুকুল

By daily satkhira

July 20, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টায় স্কুলে প্রধান শিক্ষকের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম শুরুর কথা ছিলো। সে অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা স্কুলে হাজির হলেও সুচতুর প্রধান শিক্ষক মমিনুর রহমান হাজির হননি। পরে নিজেকে অসুস্থ দাবি করে তদন্ত শুরুর ৩০ মিনিট পরে নিজের ভাই বাবুকে দিয়ে সময় বাড়ানোর আবেদনপত্র পাঠান তদন্তকারী কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের কাছে। আবেদনের প্রেক্ষিতে রবিবার তদন্ত সম্পন্ন হয়নি। তবে তদন্ত শুরুর ৩০ মিনিট পরে অসুস্থতা দেখিয়ে আবেদন পাঠানো তদন্ত কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন স্থানীয়রা।

যদিও এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল বলেন, অসুস্থতা দেখিয়ে প্রধান শিক্ষক সময় বাড়ানোর আবেদন করেছেন। তবে এবরাই শেষ। আগামীতে তাকে আর কোন সময় দেওয়া হবে না। এরপর যদি তিনি হাজির না হন তার অনুপস্থিতিতেই তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। ইতোমধ্যে বাদী আকলিমা গংদের সাথে কথা বলে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়েছি। দ্রæতই আরেকটা দিন নির্ধারন করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবো।##