ফিচার

তালায় শালিখা-দেলুয়া নদীতে নেটপাটা উচ্ছেদ অভিযান

By daily satkhira

July 21, 2025

তালা প্রতিনিধি : জলাবদ্ধতা নিরসনে তালা উপজেলার শালিখা-দেলুয়া নদীতে পরিচালিত হলো বিশেষ উচ্ছেদ অভিযান। সোমবার (২১ জুলাই) মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত নেটপাটা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার এসআই জিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার প্রতিটি নদী, খাল এই ধরনের অভিযান চলমান থাকবে।”