আন্তর্জাতিক

ব্রাজিলে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চলছে

By Daily Satkhira

June 30, 2017

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের কর্তৃপক্ষ রিও ডি জেনেরিওর ৯৫ জন সামরিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মাদক চক্রের কাছে অস্ত্র বিক্রি এবং মাদক বিরোধী অভিযানের বিষয় ফাঁস করে দেয়ার সঙ্গে এ সব পুলিশ কর্মকর্তা জড়িত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদেরকে ‘পচা’ পুলিশ বলে অভিহিত করা হয়েছে।

পুলিশের দুর্নীতি দূর করার লক্ষ্য একে সর্ববৃহৎ তৎপরতা হিসেবে গণ্য করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে মাদক পাচার এবং অন্যান্য অপরাধে জড়িত ৭০ ব্যক্তির বিরুদ্ধেও পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল এ সব গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং দুপুরের মধ্যেই প্রায় ৫০ জনকে আটকের খবর দেয়া হয়েছে। এদের মধ্যে অর্ধেকই পুলিশ বলে জানানো হয়েছে।

বেসামরিক পুলিশের তদন্তকারী ফাবিয়ো বারুকে সাংবাদিকের বলেন, গ্রেফতারকৃত পুলিশরা ‘পচা কমলা।’ তারা এক বস্তি থেকে অস্ত্র উদ্ধার করে তা অন্য বস্তিতে বিক্রির সঙ্গে জড়িত ছিল। রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করার জন্য এ সব ‘পচা’ পুলিশকে উৎখাত করা হচ্ছে বলেও জানান তিনি।