গত কয়েকদিন ধরে অনিবন্ধিত বিভিন্ন অনলাইন ও ফেসবুক পেজে “সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ও ওয়ার্ডবয়ের সিন্ডিকেটে জিম্মি রোগীরা: দেখার কেউ নেই: শিরোনামে” প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃতপক্ষে ইলিয়াস নামের একজন ব্যক্তি পাইলস এর চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলের ২৩৫ নং কক্ষে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পাইলস পরীক্ষা করার জন্য দু জোড়া নরমল হ্যান্ডগ্লোভস এবং জেল ক্রয় করতে বলেন।
যার আনুমানিক মূল্য ১৪০ টাকা। তার এক জোড়া ব্যবহার হওয়ায় দু জোড়া কেন কেনা হল এ নিয়ে তর্কবির্তক করতে থাকে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে। পরে মিথ্যা তথ্য সম্বলিত একটি সংবাদ বিভিন্ন অনিবন্ধিত পেজে আমার ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয়। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অহিদুজ্জামান (শাহীন) ডাক্তার সহকারী ও ওটিবয়, সার্জারী ও ইউরোলোজি বিভাগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, হাসপাতাল।