ফিচার

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পারভেজ মল্লিকের মতবিনিময়

By daily satkhira

July 26, 2025

প্রেস বিজ্ঞপ্তি:

তেরখাদায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সভাপতি পারভেজ মল্লিক। বৃহস্পতিবার বিকালে তেরখাদা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কমান্ডার শেখ শহিদুর রহমান এতে সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় পারভেজ মল্লিক বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ তেরখাদার সকল নাগরিকদের সেবা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক আপনাদের সহযোদ্ধা। আমি আপনাদের সন্তানের মতো। দীর্ঘ এক যুগের বেশি সময় আমি প্রবাস জীবন থেকে এখন আপনাদের সেবায় ফিরে এসেছি।’

মতবিনিময় সভায় সাচিয়াদাহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সন্তান মোঃ ফারুখ তরফদারের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

শেখ তবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা- সরদার আমির হোসেন, মো. বিল্লাল হোসেন, চৌধুরী আবুল খায়ের, সুনীল কুমার সাহা, লষ্কর অলিয়র রহমান, মকবুল হোসেন, মো. মিজানুর রহমান, শেখ এনায়েত হোসেন, গোলাম মোর্তুজা, মো. হুমায়ুন কবির ও মোল্লা মুজিবুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাকু, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, লালিম শেখ, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ প্রমুখ।