ফিচার

সাতক্ষীরায় এডভোকেসি এন্ড নেটওয়াকিং সভা

By daily satkhira

July 27, 2025

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’ উপকূলীয় সাতক্ষীরা জেলায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। জার্মান ভিত্তিক সমাজ উন্নয়ণ সংস্থা বিএমজেড ও উবিøউএইচএইচ এর অর্থায়ণে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ২৭ জুলাই রবিবার সাতক্ষীরা শহরের লেক ভিউ কনফারেন্স হলে এক ‘এডভোকেসি এন্ড নেটওয়াকিং সভা’ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মাশরুবা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, ফিংড়ী, কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং আনন্দ ও প্রেরণা’র কর্মীগণ উপস্থিত ছিলেন।

শুরুতে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম প্রকল্পের উপর একটি নাতিদীর্ঘ প্রেজেন্টেশন দেন ও তার উপর সম্মিলিত আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রকল্পের যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে কর্মমুখী কারিগরী শিক্ষা নিয়ে যাতে সবার কর্মসংস্থান হয় সেদিকে মনযোগী হতে তিনি ‘আনন্দ’ সংস্থাকে আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি