ফিচার

প্যারোলে মুক্ত হয়ে স্ত্রীর জানাযায় অংশ নিলেন শ্রীউলার সাবেক চেয়ারম্যান সাকিল

By daily satkhira

July 27, 2025

আশাশুনি প্রতিনিধি : কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে স্ত্রী শাহনাজ পারভিন ঝর্ণার নামাজে জানাযায় অংশ নিলেন আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল। রবিবার(২৭ জুলাই) বাদ আসর বুড়াখারাটি জামে মসজিদের সামনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আবু হেনা সাকিলের স্ত্রী,নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সককারী শিক্ষক শাহনাজ পারভিন ঝর্ণা শনিবার সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। কারাগারে বন্দি স্বামী আবু হেনা সাকিল স্ত্রীর জানাযায় অংশ নিতে আবেদন করলে বিজ্ঞ আদালত প্যারোলে মুক্তির আদেশ প্রদান করেন। ব্যাপক নিরাপত্তার মধ্যে তাকে শ্রীউলায় আনা হয়।

সেখানে নামাজে জানাযা পূর্ব আলোচনায় আবু হেনা সাকিল,সাকিলের চাচাত ভাই মিজানুর রহমান, সাইফুল ইসলাম বাবলু,বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু,জামায়াত নেতা লুৎফর রহমান,ইসলামী ব্যাংকের কর্মকর্তা শাহিনুর রহমান কাজল,ইউপি সদস্য আক্তারুজ্জামান মোল্যা প্রমুখ বক্তব্য রাখেন। নামাজে জানাযায় ইমামতি করেন বুড়াখারাটি জামে মসজিদের ইমাম মাওঃ আবু ঈসা।