ফিচার

তালায় একদিনে দুটি আ*ত্ম*হত্যা*র ঘটনা

By daily satkhira

July 29, 2025

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় একদিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ঘটনাগুলো ঘটে সুজনশাহ ও কলাগাছি গ্রামে।

প্রথম ঘটনাটি ঘটে তালার সুজনশাহ গ্রামে। আব্দুল মান্নান শেখ (৬০), যিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে মৃত আব্দুল মালেক শেখ ছেলে। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায়, তার ছেলে দুপুর ১:৩০ মিনিটে বাড়ি ফিরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

অন্যদিকে, খেশরা কলাগাছি গ্রামের তারক মন্ডল (৫৫) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিনি বাড়ির বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে তার চিকিৎসার বিষয়ে চাপে ছিল। ওই গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণ রয়েছে।