ফিচার

পরিবেশ রক্ষায় সাতক্ষীরা প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষরোপণ করলো ভিবিডি

By daily satkhira

July 30, 2025

প্রেস বিজ্ঞপ্তি : পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা।

খুলনা ডিভিশন বোর্ডের উদ্যোগে আয়োজিত”Green Mission Phase-1 কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ব্রিজসংলগ্ন প্রাণসায়ের খাল পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভিবিডির সদস্যরা একযোগে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী। তিনি বলেন, “আজকের তরুণদের হাতে যদি পরিবেশ রক্ষার দায়িত্ব যায়, তবে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব। সাতক্ষীরায় এই আয়োজন সত্যিই অনুপ্রেরণামূলক।”

ভিবিডি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, বাঁচিয়ে রাখে পৃথিবীকে। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি তরুণ পরিবেশ রক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্রেজারার নাইমুর রহমান, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল, কমিটির সদস্য শান্তা ও রোহানসহ আরও অনেকে।

এই কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা আরও এক ধাপ এগিয়ে গেল। ভিবিডি সাতক্ষীরা জানায়, ভবিষ্যতেও তাদের এই সবুজ যাত্রা অব্যাহত থাকবে।