তালা

তালায় কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি উন্নয়নে বই বিতরণ

By daily satkhira

July 30, 2025

প্রেস বিজ্ঞপ্তি : রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর আয়োজনে ও নেটজ বিডি এর সহায়তায় হোপ প্রকল্পের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার শহিদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশে কো-কারিকুলার এডুকেশন ত্বরান্বিত করতে বই বিতরণ করা হয়।

৩০ জুলাই এ আয়োজিত উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাস। এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন এর সঞ্চালনায় উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক রেশমা খাতুন ও দিপক কুমার দাস প্রমূখ। বই বিতরন শেষে মানবাধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে গত সংলাপ সভার রেজুলেশন ইউএনও মহোদয় এর নিকট তুলে ধরা হয়।