ফিচার

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

By daily satkhira

July 31, 2025

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা প্রেসক্রাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভির হোসেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা বিওপির কমান্ডার নায়েক সুবেদার তাজুল ইসলাম প্রমুখ।

সভায় সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, খলিশাখালী ভূমিহীন জনপদে পুলিশ ক্যাম্প স্থাপন ও দেবহাটা সার্কেল অফিস স্থাপন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।