ফিচার

আওয়ামী লীগ নেতার করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ সকলেই খালাস

By daily satkhira

July 31, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা এস.এম নজরুল ইসলামসহ চারজন ছিনতাই ও ডাকাতির মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এই রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া আসামিরা হলেন তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম (৫৫), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪২)।

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১২ জুলাই সন্ধ্যায় তালার ইসলামকাটী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে বাদী জিএম আলাউদ্দীনের কাছে থাকা ৮৫ হাজার টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় আসামিরা।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ মামলা সাজানো হয়েছিল। আদালত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে চারজনকেই খালাস দিয়েছেন।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় এস.এম নজরুল ইসলাম বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ২০১৬ সালে জনগণের ভোটে আমি বিজয়ী হলেও নৌকা প্রতিকের আ.লীগ প্রার্থীকে জয়ী ঘোষনা করা হয়। এরপর আ.লীগের শীর্ষ নেতাদের ইন্দনে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা দায়ের করা হয়। আজ একটি মামলায় আদালত খালাস দিয়েছেন, আমি ন্যায় বিচার পেয়েছি।