প্রেস বিজ্ঞপ্তি : খোশলখালী খাল সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর ভাবনা ও করণীয়’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আটুলিয়া ইউনিয়ন পরিষদের বেলা এর সহযোগিতায় সুন্দরবন ফেউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ। আলোচনা সভায় সঞ্চালনা করেন বেলা, খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলা নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং এলাকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নাসির উদ্দিন।
বক্তারা বলেন খোশাল খালি খাল আটুলিয়ার বড় কুপট, মালিবাড়ী এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল । কিন্তু খালটির সাথে খোলপেটুয়া নদীর সংযোগ না থাকায় বড়কুপট, মালিবাড়ী এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নাই।
দীর্ঘদিন থেকে এলাকার মানুষ বর্ষাকালে পানিবন্দী জীবনযাপন করছে। একদিকে খাল দখল করে বসত বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছে খালের প্রবাহ বন্ধ করা হয়েছে, অন্যদিকে খালের সঙ্গে নদীর যে সংযোগ সুইস গেটটি ছিল সেটাও বন্ধ করে দেয়া হয়েছে । এর ফলে পানির সরবার কোন রাস্তা নেই । এলাকার সাধারণ মানুষ জরুরি ভাবে পানি নিষ্কাশনের জন্য নদীর সাথে খালের একটি আউটলেট সুইজগেট নির্মাণের দাবি জানিয়েছে। তা না হলে এলাকার মানুষকে বসত বাড়ী ছাড়তে হবে। বক্তারা তাদের বক্তব্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভাবে সুইজগেট তৈরি করে এলাকার পানি নিষ্কাশনের জোর দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ হোসেন, তানজিবুল আলম, মোহাম্মদ রুস্তম, জি এম ইয়াসিন, মোহাম্মদ মজিবর, মোহাম্মদ বিল্লাল হোসেন, খুকুমণি, আনোয়ারা প্রমূখ