তালা

তালা মডেল প্রাথমিক বিদ্যালয় : ২৮ বছরেও নেই স্থায়ী ভবন

By daily satkhira

August 04, 2025

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ২১০ নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও ২৮ বছরেও এর জন্য নির্মিত হয়নি কোনো স্থায়ী ও টেকসই ভবন। আজও জরাজীর্ণ টিনের ঘরে শিক্ষার্থীদের পাঠদান চলছে।

সোমবার সরেজমিন বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়,শ্রেণিকক্ষের ছাউনি হিসেবে ব্যবহৃত হচ্ছে পুরনো টিন; দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, মেঝেতে ফাটল এবং কোথাও কোথাও জমে থাকা পানি। বর্ষাকালে ফাঁক দিয়ে পানি পড়ে পাঠদান ব্যাহত হয়, আর গ্রীষ্মে অসহনীয় গরমে দুর্ভোগে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। ভাঙা বেঞ্চে বসে, ভিজে বই-খাতায় পড়ালেখা যেন রীতিমতো যুদ্ধ।

বর্তমানে বিদ্যালয়ে ১৪২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ২৯, প্রথম শ্রেণিতে ২৮, দ্বিতীয় শ্রেণিতে ১৮, তৃতীয় শ্রেণিতে ২৯, চতুর্থ শ্রেণিতে ১৮ এবং পঞ্চম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী পড়ছে। পাঁচজন নারী শিক্ষক অমানবিক পরিবেশেও প্রতিদিন নিয়মিত পাঠদান করছেন।

২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বিদ্যালয়টির জন্য ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিল। তবে ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর সেই প্রকল্পসহ অন্যান্য বরাদ্দ স্থগিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জোহরা পারভীন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিশুর মানসিক ও শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারহান তামিহ জানায়, বৃষ্টির সময় বই ভিজে যায়, গরমে মাথা ঘুরে। ক্লাসে ঠিকভাবে বসতেও কষ্ট হয়।

অভিভাবক শরিফুল ইসলাম বলেন, ২৮ বছরেও স্কুলে একটা স্থায়ী ভবন হলো না—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অভিভাবকরা খুব উদ্বিগ্ন। শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার অন্যান্য স্কুলে নতুন ভবন হলেও তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে কোনো নজর নেই। অথচ বিদ্যালয়টি উপজেলা সদর থেকে মাত্র ২০০ মিটার দূরে এবং এটি শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার মূলভিত্তি।২৮ বছরেও ভবন না থাকা চরম অবহেলার প্রতিচ্ছবি। সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হোক।

এ বিষয়ে তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পটি আমাদের দপ্তর গ্রহণ করেছিল এবং বাস্তবায়নের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরে বরাদ্দ স্থগিত রয়েছে। আমরা ইতিমধ্যে পুনরায় প্রকল্পটি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি, খুব দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।”