কলারোয়া

কলারোয়ায় সাংবাদিক পেটালেন সাবেক এমপির ভাগ্নে ও সাবেক ছাত্রদল সভাপতি

By daily satkhira

August 05, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ভেতরে ঢুকে একজন সাংবাদিককে বেধড়ক মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেলের বিরুদ্ধে।

সোমবার (৪ আগস্ট) রাতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো. জাহিদুল ইসলাম (৪৫)দৈনিক রূপান্তর পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে জাহিদুল ইসলাম কলারোয়া পৌরসভার প্রাণীসম্পদ অফিস মোড়ের রিপোর্টার্স ক্লাবে বসে সংবাদ প্রস্তুত করছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

জাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, তিনি প্রতিবাদ করলে রোমেল তাকে হত্যার হুমকি দেন এবং বলেন, বেশি বাড়াবাড়ি করলে রিপোর্টার্স ক্লাব আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জাহিদুল ইসলাম কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে রিপোর্টার্স ক্লাবে জরুরি বৈঠক হয়। ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, ‘এ ঘটনা ন্যক্কারজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং রোমেলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা চাই।’

কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনেছি, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে অভিযুক্ত খালেদ মঞ্জুর রোমেলের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।