ফিচার

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া

By daily satkhira

August 06, 2025

ডেস্ক রিপোর্ট : জাতির ইতিহাসে গৌরবময় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডা. মহিদার রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, মাসুদ হাসান, তহিদুজ্জামান, আবু সাঈদ, রাহাত রাজা, আমিনুর রহমান, আব্দুস সালাম, এস এম হাবিবুল হাসান, এসএম বিপ্লব হোসেন, রেজাউল করিম, হোসেন আলী, ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭২ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক, যেখানে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই দিবসের মাধ্যমে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ের অন্যতম সাহসী প্রতিরোধ সংগ্রামকে স্মরণ করি, যা গণতন্ত্র ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে আবুল কাসেম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা পরবর্তী সময়ের এক সাহসী প্রতিবাদের নাম। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর প্রতীক এই দিবস। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে উঠে। প্রেসক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যাবে।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।