ফিচার

সাংবাদিক আবু সাঈদ বিশ্বাসের  মায়ের  মৃত্যুতে শহর জামায়াতের শোক

By daily satkhira

August 08, 2025

সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস এর মা করিমননেছা (৬৫) এর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পক্ষ থেকে বিবৃতি দিয়ে  শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার সকালে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক শোক বার্তা দিয়ে বিবৃতি প্রদান করেন,  সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেক্রেটারী  মো. খোরশেদ আলম।

এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন। এবং বিবৃতিতে আরো বলেন, মরহুমা করিমননেছা বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার একজন প্রবীন রোকন ছিলেন।

দুনিয়ার জীবনে আল্লাহর দ্বিন প্রতিষ্ঠায় নিজ সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে বেশ সংগ্রাম করেগেছেন। উল্লেখ আজ শুক্রবার (৮ জুলাই)  ভোর ৫টায় ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিনযাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূকছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী,  ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগৃাহী রেখেগেছেন।

প্রেস বিজ্ঞপ্তি