ফিচার

খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলার কমিটি গঠন

By daily satkhira

August 08, 2025

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার মাছখোলা ব্রেড অব লাইফ চার্চে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সমন্বয় সভা ও কাউন্সেলিং অনুষ্ঠানে উক্ত কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মিঃ অমাল ব্যানার্জি, সিনিয়র সভাপতি রেভাঃ নেলসন দাস, সহ-সভাপতি সুশান্ত বিশ^াস, পা: রণজিত বিশ^াস, সাধারণ সম্পাদক মিঃ যোসেফ খাঁ খাঁ, যুগ্ম সম্পাদক বিধান সরকার, মিলন বিশ^াস, ডমিনিক বিশ^াস, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী,কোষাধ্যক্ষ জয়দেব দাশ, সহ-কোষাধ্যক্ষ মুকন্দ দাস।

অনুষ্ঠানে খ্রিস্টান সমাজ ও খ্রিস্টবাসীর কল্যাণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাদার সেরজো, জেলা কমিটির সভাপতি নোটাঃ মিঃ স্বপন বৈরাগ,সাধারণ সম্পাদক মিঃপৌল সাহা,রেভাঃ থিয়ফিল গাজী, রেভাঃ প্রদুত সরকার,মি: মানিক সরকার,নবম নবনির্বাচিত সভাপতি অমাল ব্যানার্জি, সিনিয়র সভাপতি রেভাঃ নেলসন দাস,সাধারণ সম্পাদক মিঃ যোসেফ খাঁ খাঁ।##