বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের অন্যতম সদস্য সাতক্ষীরা জজ কোর্টের সরকারি কৌশলী( এজিপি)এড্ জি এম ফিরোজ আহমেদ এর আম্মাা অসুস্থতা হয়ে চিকিৎসা ধীন আছেন।
তার জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছেন কেন্দ্রী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এড্ কাজী এনায়েত হোসেন বাচ্চু সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড্ মোঃ আকবর আলী সদস্য সচিব এড্ আলহাজ্ব নুরুল আমিন.এড্ আবু সাইদ রাজা . এড্ শহীদ হাসান .
এড্ এ বি এম সেলিম এড্ ই জে শাহরিয়ার হাসীব এড্ এ বি এম ইমরান হোসেন শাওন এড্ সিরাজুল ইসলাম ৫ এড্ মিজানুর রহমান বাপ্পি এড্ লুৎফুন্নেছা রুবি ভিপি আইনজীবী রেজাউল ইসলাম এড্ জাহাঙ্গীর আলম এড্ জামাল হোসেন এড্ শফিকুল আজম। প্রেস বিজ্ঞপ্তি