ফিচার

নেতাকর্মীদের কোন অপরাধে জড়ালে বহিস্কার করা হবে–স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি

By daily satkhira

August 10, 2025

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ আগস্ট সকাল ৯ টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরদার নুরুজ্জামান, নেছারুদ্দীন শফিক, সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।

এসম সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথি তার বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশ কি অবস্থা নির্মাণ করতে হলে তারেক রহমানের নির্দেশনায় চলতে হবে। জাতি কখনো ভুল পথে পরিচালিত হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। তাই সকলকে সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে দলকে শক্তিশালী করার কাজে নিয়োজিত থাকতে হবে। নেতাকর্মীদের কোন অপরাধে জড়ালে বহিস্কার করা হবে।