দেবহাটা

দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা

By daily satkhira

August 12, 2025

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে রেলি, আলোচনা ও ঋন বিতরন করা হয়েছে। মঙ্গলবার ১২ আগষ্ট সকালে রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। “প্রযুক্ত নির্ভর যুব বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” প্রতিপাদ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, রেড জুলাই কমিটির জেলার যুগ্ম আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের জেলার নেতা রায়হান কবির, ছাত্র শিবিরের দেবহাটা উপজেলা সভাপতি আশিকুজ্জামান, আমাদের টিমের সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার মোট ২৩ জন যুব পুরুষ ও মহিলাকে ২১ লক্ষ টাকার ঋন বিতরন করা হয়।

সভায় বক্তারা এই ঋনের মাধ্যমে নিজেদের আত্ম স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে ভূমিকা রাখার আহবান জানান।