সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সদস্য এবং ঢাকা থেকে প্রকাশিক মর্নিং পোষ্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সৈয়দ সাদিকুর রহমানের পিতা মীর সাজ্জাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা পরিবারের সদস্যরা।
তার পিতা মীর সাজ্জাদ আলী শুক্রবার (১৫ আগস্ট) অনুমান বিকাল ৫টার দিকে সাতক্ষীরার হার্ট ফাউন্ডেশন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। (ইন্না—রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমান ৭০ বছর। সে মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশা পাশি মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন পরিবার। এদিকে, মরহুমের মৃত্যুতে তার নিজ এলাকা লাবসা/নলকুড়াসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্ত