ফিচার

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রেফতার

By daily satkhira

August 20, 2025

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের ৫ আগস্টে সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১টি মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার দুপুরে সদর থানার চালতেতলা এলাকায় অভিযান পরিচালনা পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে। জেল পলাতক আসামী সাইফুল ইসলাম শহরের গড়েরকান্দা গ্রামের আব্দুল জলিলের পুত্র। তার হাজতী নং- ২৬৭৪/২৪। র‌্যাব-৬ সাতক্ষীরার ক্যাম্প ইনচার্জ রেজাউল হক জানান, মোঃ সাইফুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ সর্বমোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিল।

সে গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পলায়ন করে এবং অন্যান্য আসামিদেরকে পলায়নে সহায়তা করে।

উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমাসন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ##