ফিচার

বুধহাটা বাজারে বিডি ক্লিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

By daily satkhira

August 22, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে বিডি ক্লিন আশাশুনি শাখার উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সচেতন করা হয়।

বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক সাব্বির আহমেদ, সমন্বয়ক লজিস্টিক মীমী, উপজেলা সহ সমন্বয়ক সুমাইয়া আক্তার সুমি, সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া মাসুম বিল্লাহর নেতৃত্বে ৩০ জন সদস্য পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। কর্মকর্তারা জানান, পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা প্রত্যেকের দায়িত্ব। বাজার এলাকায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখলে পরিবেশ দূষণ ও রোগব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আশাশুনি উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি,

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল হান্নান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী এবং বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও বাজারকে পরিচ্ছন্ন রাখাতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।