ফিচার

কালিগঞ্জে বোন কে উচ্ছেদের উদ্দেশ্যে মারপিট ও খুন জখমের অভিযোগ

By daily satkhira

August 28, 2025

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ফারাজ সূত্রে প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি থেকে বোন কে উচ্ছেদের উদ্দেশ্যে মারপিট ও খুন জখমের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কালিগঞ্জের রঘুনাথপুর গ্রামের জহুরুল ইসলাম মোড়লের স্ত্রী তানজিলা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পৈত্রিক সূত্রে (ফারাজ সূত্রে) প্রাপ্ত হয়ে কালিগঞ্জের রঘুনাথপুর মৌজায় ১.৩৭ শতক ও কালিকাপুর বড় মৌজায় ৩০ শতক সম্পত্তি ভোগ দখল করে আসছিলাম।

কিন্তু আমার দুই ভাই আমার ফারাজ অনুযায়ী প্রাপ্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত করে আসছিল। এর জের ধরে গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে আমার দুই ভাই মাসুম বিল্লাহ ও ওলিউল্লাহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে সেখানে থাকা ফসল কাটতে থাকে এবং ঘরবাড়ি ভাংচুর শুরু করে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে উল্লেখিত দুইভাই আমাদের মারপিট করে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করে।

সে সময় তারা আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এঘটনায় বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলার দায়েরের পর তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আমার এবং আমার স্বামীসহ পরিবারের সদস্যদের প্রতিনিয়ত খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে উল্লেখিত মাসুম বিল্লাহ এবং ওলিউল্লাহ। পর সম্পদলোভী ওই দুই ভাই ইতোপুর্বেও কয়েকবার আমার সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে।

এনিয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উভয়পক্ষের উপর স্থিতি অবস্থা জারি করলেও তারা আদালতের সে নির্দেশ অমান্য করে গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে আমাদের উপর নগ্ন হামলা করে। দুই ভাইয়েরা ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উচ্ছেদ পূর্বক ওই সম্পত্তি জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। সম্পত্তি উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। ##

বার্তা প্রেরক

আসাদুজ্জামান সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাব