ফিচার

চাঁদাবাজির অভিযোগে শ্যামনগর উপজেলা যুবদল নেতা বহিষ্কার

By daily satkhira

August 29, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। গত মাসে উপজেলার হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসেন তিনি।

ফলাও করে রিপোর্ট হয় গণমাধ্যমে। শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠনের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক কে আহ্বায়ক মনোনীত করা হয়েছে এবং দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা কার্যকর করেছেন।

এ বিষয়ে প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের চেয়ারম্যান এএম সাইদুর রহমান বলেন, গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম দুলু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নিইনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষ দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।