ফিচার

সাতক্ষীরার বিনেরপোতায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

By daily satkhira

September 01, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জুড়ে পুরাতন ও খেলাপি মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে এই অভিযান পরিচালিত হচ্ছে, যা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা রোধের লক্ষ্যে গৃহীত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতার বাইপাস মোড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই কোর্টের মাধ্যমে ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, ওভারস্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে ৩টি মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্সের সদস্যরা।

বিআরটিএ সূত্রে জানা যায়, এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। সারাদেশের ন্যায় খুলনা বিভাগের সকল জেলায় একই উদ্দেশ্যে অভিযান পরিচালিত হচ্ছে। সাতক্ষীরায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে।

সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও এই বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে, জনসাধারণের জন্য সড়ক যাত্রা হবে অধিকতর নিরাপদ ও আরামদায়ক।