ফিচার

তালায় পরিবেশ দূষণকারী ইটভাটায় টাস্কফোর্সের অভিযান : ২০ হাজার টাকা জরিমানা

By daily satkhira

September 04, 2025

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণের দায়ে দু’টি ইটভাটাকে জরিমানা করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভাটা মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিবেশবিধি লঙ্ঘন করে ইট তৈরি হচ্ছে—এমন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, বিজিবি’র সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।