ফিচার

এন জেড ফাউন্ডেশের আয়োজনে সেলাই মেশিন বিতরণ

By daily satkhira

September 06, 2025

প্রেস বিজ্ঞপ্তি : এন জেড ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় সেলাই মেশিনে বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেলাই মেশিন বিতরণ করা হয়। এন জেড ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।

এন জেড ফাউন্ডেশনের কর্মকর্তা ইব্রাহিম খান এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোরশেদুল হক, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফুর রহমান, রসুলপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা মোস্তাফিজ, রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন, এন জেড ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মীর মোশারফ হোসেন মন্টু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের কর্মকর্তা জাহিদুর রহমান, স্মার্ট মেডিকেল সেন্টার এর প্রশাসনিক কর্মকর্তা প্রাভাষক আব্দুল্লাহ আল মামুন, ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন গ্রামীণ নারীদের তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিনসহ উপকরণ এবং গাছের চারা বিতরণ করা হয়।