ফিচার

আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক কমিটির ৪র্থ সাংগঠনিক সভা

By daily satkhira

September 07, 2025

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক কমিটির ৪র্থ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২ঘটিকায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক এ্যাডঃ মোঃ আকবর আলী। সভা পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব এ্যাডঃ মোঃ নুরুল আমিন।

সভায় উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আবু সাঈদ রাজা এবং ফোরামের সদস্য যথাক্রমে এ্যাডঃ এবিএম সেলিম, এ্যাডঃ শেখ শাহরিয়ার হাসীব, এ্যাডঃ জি. এম. ফিরোজ আহমেদ, এ্যাডঃ মোঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মোঃ মিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ লুৎফুনন্নেছা রুবী। এছাড়া আরো উপস্থিত ছিলেন এ্যাডঃ সরদার সাঈফ ও এ্যাডঃ এবাদুল হক।

সভায় আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময়, আইনজীদের মেধাবী ছেলেমেদের মাঝে ক্রেস্ট বিতরন ও আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।