শ্যামনগর

জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে প্রশাসনকে স্মারকলিপি

By daily satkhira

September 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপকূলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যরা।

বুধবার শ্যামনগর উপজলো নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কাছে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা দু –এক বছরের নয়। এটি শ্যামনগর পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যা। এ বিষয়ে বিগত সময়েও প্রশাসনকে অবহিত করে কোন সুফল পাওয়া যায়নি।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, শ্যামনগর পৌরসভার বাদঘাটা কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমরে চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে বাদঘাটা গ্রামেই সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। কিন্তু প্রতিবছর বর্ষার পানি নিষ্কাশিত না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে মানুষ। এতে ভোগান্তির শেষ থাকে না। এই ভোগান্তির সাথে সাথে চলতি মৌসুমে আমন ধান চাষাবাদও ব্যাহত হচ্ছে। এই গ্রামের শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি অনাবাদি রয়েছে। এছাড়াও বসবাসকারী জনগোষ্ঠীর বসতভিটা পানির নিচে থাকায় নানা সমস্যা তৈরি হচ্ছে। পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকায় ছড়িয়ে পড়েছে চর্ম রোগসহ নানা পানিবাহিত রোগ।

স্মারকলিপিতে বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপকূলীয় সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, শ্যামনগর পৌর শাখার সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক আফজালুল হক এবং দেলোয়ারা বেগম, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম, কৃষক রাহুল, বারসিক কর্মকর্তা বিশ্বজিত প্রমুখ। #