সাতক্ষীরা

সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

By daily satkhira

September 11, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. এ কে এম শহীদউল্যাহ’র একমাত্র ছেলে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের শ্যালক আসাদুল্লাহ মনু (৫৫) আর নেই। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের পলাশপোলস্হ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আসাদুল্লাহ মনু দীর্ঘদিন ধরে নানারোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার বাদ যোহর সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদ চত্বরে প্রথম নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটিতে নিয়ে যায়। সেখানে কাদাকাটি সরদারপাড়া আহলে হাদিস জামে মসজিদে বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুরজামান সুমন, নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ ও সরদার আসাদুজ্জামান। ##