নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে।
গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃত ৩ কিশোর কালিগঞ্জের পিরোজপুর বস্তির বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেলে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে যায়। এরপর তারা শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তার মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায় ।
তিনি আরও জানান, তিনি মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ থানায় নিয়ে আসেন। পরে থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতিতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।এঘটনায় শিশুটির মা থানায় নারী ও শিশু নিরযাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডালিয়া আক্তার বলেন, শিশুটির অবস্থা এখনো স্থিতিশীল নয়। তাকে কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।