ফিচার

সাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট

By daily satkhira

September 12, 2025

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার বিভিন্ন সড়কে মেয়াদোত্তীর্ণ এবং খেলাপি মোটরযানের চলাচল বন্ধে বিশেষ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষভাবে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস সড়কে এই ধরনের একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ৫টি মামলার বিপরীতে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্স।

বিআরটিএ সূত্রে জানা যায়, এই মোবাইল কোর্টের উদ্যোগ এসেছে বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায়। সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। সাতক্ষীরায় এই বিশেষ অভিযান সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এই অভিযানগুলির মূল লক্ষ্য হচ্ছে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করা। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ও খেলাপি যানবাহনের চলাচল নিশ্চিত করা এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানো বন্ধ করা অত্যন্ত জরুরি। এই ধরনের অভিযানগুলি ভবিষ্যতে সড়ক নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।